
আপনি যদি কম দামে ভালো ক্যামেরা খুজে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে Ausek AT-M82TR ক্যামেরাটি। এই ব্লগিং ক্যামেরাটি দিয়ে আপনি 6K রেজ্যুলেশনের ভিডিও করতে পারবেন। এছাড়াও রয়েছে আরো আকর্ষনীয় ফিচার এবং এক্সোসরিজ। নিচে বিস্তারিত দেওয়া হলো।
Ausek AT-M82TR কম দামে ভালো ক্যামেরাটি কাদের জন্য ভালো হবে?
প্রথমেই জেনে নিই এই ক্যামেরাটি কাদের জন্য একটি আদর্শ ক্যামেরা হিসেবে গণ্য হবে।
- পারিবারিক ভাবে যদি একটি ক্যামেরা কিনতে চান তাহলে আপনি এই ক্যামেরাটি কিনতে পারবেন। একটি পরিবারের স্মরনীয় স্মৃতি গুলো ধরে রাখার জন্য আপনি এই ক্যামেরাটি কিনতে পারেন।
- বাজেট ফ্রেন্ডলি একটি ক্যামেরা কিনতে চাইছেন। তাহলে আপনার জন্য হতে পারে এটি একটি বেস্ট ক্যামেরা। বাজেটের মধ্যে যে ফিচার গুলো দিয়েছে তা দেখলেই আপনার মন ভরে যাবে। তাই আপনি কম দামে ভালো ক্যামেরা কিনতে চাইলে Ausek AT-M82TR ক্যামেরাটি নির্বাচন করতে পারেন।
- আপনি যদি প্রথমবারের মতো ক্যামেরা কিনতে চাইছেন তাহলে আপনি ক্যামেরাটি নিতে পারেন। এই ক্যামেরাটিতে সেটিং রয়েছে সহজ করে। তাছাড়া আপনি প্রথমেই যদি একটি বেশি দামি ক্যামেরা কেনেন তাহলেও তো তা দিয়ে আপনি ভালো ছবি বা ভিডিও করতে পারবেন না। শেখার জন্য হলেও আপনি এটি কিনতে পারেন।
- ব্লগিং ভিডিও করার জন্য আপনি এই ক্যামেরাটি কিনতে পারেন।
- ওয়ারপ্রুপ ক্যামেরা এটি তাই আপনি জলের মধ্যে গিয়েও ভিডিও করতে পারবেন।
Ausek AT-M82TR ক্যামেরাটি দিয়ে কি কি করতে পারবেন?
- ভিডিও রেকর্ডিং: আপনি ভিডিও করতে পারবেন আরামছে। ব্লগিং ভিডিও, টিউটোরিয়াল ভিডিও করতে পারবেন এই ক্যামেরাটি দিয়ে।
- রেজোলিউশন: আপনি Ausek AT-M82TR ক্যামেরাটি দিয়ে আপনি 6K রেজোলিউশনে ভিডিও করতে পারবেন। যা আপনি মোবাইল দিয়ে করতে পারছেন ন। তাই আপনি এই ক্যামেরাটি কম দামের মধ্যে চয়েস রাখতে পারেন।
- মোশন ডিটেকশন: আপনি ভিডিও করার জন্য মোশন ডিটেকশন অপশন পেয়ে যাবেন। যার সাহায্যে কোন একটি সাবজেক্ট এর প্রতি ফোকাস রাখতে পারবেন।
- নাইট ভিশন (Night Vision): আপনি Ausek AT-M82TR ক্যামেরাটিতে পেয়ে যাবেন নাইট ভিশন ফিচারটি। এই ফিচারের মাধ্যমে আপনি রাতেও ভালো ভিডিও ধারণ করতে পারবেন।
- মেমরি কার্ড সাপোর্ট: এই ক্যামেরাটিতে সর্বোচ্চ ২৫৬ জিবি পর্যন্ত সাপোর্ট করবে।
Ausek AT-M82TR ক্যামেরাটি দিয়ে আপনি যে রেজোলিউশনের ছবি তুলতে পারবেন
- Image 50MP(8192*6144) এই রেজোলিউশনের একটি ছবি তুলতে পারবেন।
- Image 30MP(6400*4800) এই রেজোলিউশনের একটি ছবি তুলতে পারবেন।
- Image 24MP(5760*4320) এই রেজোলিউশনের একটি ছবি তুলতে পারবেন।
- Image 20MP(5120*3840) এই রেজোলিউশনের একটি ছবি তুলতে পারবেন।
- Image 12MP(4032*3024) এই রেজোলিউশনের একটি ছবি তুলতে পারবেন।
- Image 8MP(3264*2448) এই রেজোলিউশনের একটি ছবি তুলতে পারবেন।
Ausek AT-M82TR কম দামে ভালো ক্যামেরাটি দিয়ে ভিডিও করতে পারবেন যে রেজোলিউশনে
- 6k 30fps
- 5K 30fps (4608*2592)
- 4K(3840*2160)60/30fps
- 2.7K (2688*1520)60/ 30fps
- 1080P(1920*1080)60/30fps
- 720P(1280*720)120/60/30fps
Ausek AT-M82TR ব্যাটারি রয়েছে
লিথিয়াম এর 1350mAh ব্যাটারি। যার ব্যাকআপ আপনি ভালো পাবেন।
পুরাতন ক্যামেরা কিনবো নাকি নতুন ক্যামেরা তা বুঝে না পেলে এই পোস্টটি পড়ুন:
যেভাবে আপনি ক্যামেরাটি ক্রয় করবেন?
আপনি ক্যামেরাটি অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন এবং সরাসারি দোকানে গিয়েও ক্যামেরাটি ক্রয় করতে পারবেন।
কিভাবে ক্রয় করা ভালো
অনলইন:
আপনি যদি অনলাইনের মাধ্যমে ক্রয় করেন তাহলে ক্যামেরাটি কেমন তা দেখতে পাচ্ছেন না। যার কারণে একটি ঝুকি থাকে। আবার আপনি অনলানের মাধ্যমে ক্রয় করলে সময় বাচাতে পারবেন। যা একটি ভালো দিক। তাই আপনি অনলাইন থেকে ক্রয় করতে হলে বিশস্ত ওয়েবসাইট থেকে ক্রয় করবেন।
আরো পড়ুন: ইউটিউব আইনগুলো সহজ ভাষায় জানুন | YouTube Policy learning a to z
সরাসরি:
আপনি যদি Ausek AT-M82TR ক্যামেরাটি সরাসরি গিয়ে কিনেন তাহলে দেখতে পাবেন ভিডিও কোয়ালিটি এবং ছবি। যার কারণে মানুষ সরাসরি গিয়ে কিনে। কিন্তু আপনার খরচ বেশি লাগে। যাতায়াত এবং খাবার খরচ লাগে। সময় ব্যয় হয়। তাই আপনি নিজেই বিচার করুন কেমনে কিনবে।