ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার উপায়

Share This Post
ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার উপায়

আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই ২০২৪ সালে এসে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পাওয়া কত সহজ দেখুন আপনি যদি মোটরসাইকেল নিয়ে বিদেশে ট্রাভেলিং করতে চান বা বিদেশে লেখাপড়া করার সময় অথবা বিদেশের বসবাসকালে যদি আপনি ওই দেশের গাড়ি চালাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে নিতে হবে।

কিভাবে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করতে হয়

না জানানোর কারণে অনেকেই ভোগান্তিতে পড়েন বা সময়মতো তার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটি করতে পারেনা তাই আজকের এই পোস্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের আবেদন আপনারা কিভাবে করবেন।

কোথায় আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনাকে কত টাকা ফি জমা দিতে হবে? আবেদনের সাথে আপনাদেরকে কি কি কাগজপত্র জমা দিতে হবে এবং কতদিন পরে আপনারা এটা ড্রাইভিং পারমিট হাতে পাবেন।

বন্ধুরা এই পোস্টে যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আশা করি যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার ব্যাপারে কোন ধরনের প্রশ্ন আর আপনার মন থাকবে না।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করার পূর্বে অবশ্যই বিআরটিএ থেকে আপনাকে একটি ড্রাইভিং লাইসেন্স করে নিতে হবে সেটি পেশাদার বা অপেশাদার যে কোনো ধরনের লাইসেন্স হোক না কেন এবং অবশ্যই সেই লাইসেন্সে আপনার মেয়াদ থাকতে হবে এবং সাথে আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।

আরো জানুনঃ

ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদন করার নিয়ম

ড্রাইভিং প্রশিক্ষণ শিখে ফ্রি ড্রাইভিং লাইসেন্স ও যাতায়াতে ভাতা

অনেকেই মনে করেন যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের পারমিট ও মনে হয় বাংলাদেশ ট্রান্সপোর্ট অত্তরিতি বা বিআরটিএ দেয় কিন্তু আসলে তা নয়। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের পারমিট বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দেয়। কিন্তু অটোমোবাইল এসোসিয়েশন বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু সারা বাংলাদেশের মধ্যে মাত্র একটি মাত্র প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে

3B Outer Circular Road Moghbazar Dhaka.

তাদের অফিস টাইম হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার এবং তাদের অফিস টাইম শুরু হয় সকাল ১০.৩০ মিনিটে এবং তাদের অফিস টাইম শেষ হয় কিন্তু দুপুর ২.৩০ মিনিটে। আপনি যদি অন্যান্য অফিসের মত নয়টা থেকে পাঁচটা বা নয়টা থেকে চারটা চিন্তা করে যান তাহলে কিন্তু আপনি তাদের অফিস টাইম ধরতে পারবেন না।

আপনাকে কিন্তু সকাল সাড়ে দশটা থেকে আড়াইটার ভিতরে তাদের অফিসে উপস্থিত থাকতে হবে এর ভিতরে আবার তারা আবেদন গ্রহণ করে সকাল সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তারা প্রদান করা তাদের ডেলিভারি টাইম হচ্ছে দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত।

আরো জানুনঃ

পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে পার্থক্য

ড্রাইভিং লাইসেন্স কত প্রকার ও কি কি শ্রেণি রয়েছে

এখানে একটি অসুবিধা হচ্ছে তাদের কিন্তু অনলাইনে আবেদন করার কোন সুযোগ নাই অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাকে সশরীর উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট এর জন্য কি কি কাগজপত্র লাগবে

এবার একটু বলব যে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের জন্য আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে। এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের আবেদন করার জন্য আপনাকে জমা দিতে হবে:

  • বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ বিআরটিএ যে ড্রাইভিং লাইসেন্স সেই ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।
  • পাসপোর্টের ইনফরমেশন পেজের ফটোকপি অর্থাৎ যেই পেজে আপনার নাম বাবার নাম ঠিকানা যাবতীয় তথ্য থাকে সেই পেজের ফটোকপি।
  • সাথে এনআইডি কার্ডের ফটোকপি এবং পাঁচ কপি ছবি। এর ভিতরে ৪ কপি হচ্ছে স্ট্যাম্প সাইজের ছবি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

বিআরটিআর ড্রাইভিং লাইসেন্সের মতই কিন্তু ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের ও বিভিন্ন ধরনের শ্রেণী আছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এর ৫ ধরনের শ্রেণ হয় অর্থাৎ ৫ ক্যাটাগরির।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং বার্মের তারা সর্বারহ করে থাকে এর ভিতরে:

এই প্রত্যেক ক্যাটাগরির কোনটির কি মানে সেটি এখন একটু আপনাদেরকে বলবো দেখুন

  • এ ক্যাটাগরি মানে হচ্ছে শুধুমাত্র মোটরসাইকেল।
  • বি ক্যাটাগরি মানে হচ্ছে মোটরসাইকেল + হালকা যান।
  • সি ক্যাটাগরি মানে হচ্ছে মোটরসাইকেল + হালকা যান + মধ্যম শ্রেণীর যান।
  • ডি ক্যাটাগরি মানে হচ্ছে মোটরসাইকেল + হালকা যান সাথে মধ্যম এবং হেবি যান।
  • ই ক্যাটাগারি মানে হচ্ছে মোটরসাইকেল + হালকা প্লাস মধ্যম + ভার + হচ্ছে পিএসডি অর্থাৎ ই ক্যাটাগারি হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সএর সর্বোচ্চ ক্যাটাগারির একটি

এই আলাদা আলাদা শ্রেণীর জন্য কিন্তু আপনাদেরকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য কত টাকা ফি জমা দিতে হয়

এবার বলবো কত টাকা ফ্রি জমা দিতে হবে দেখুন উপরে আমি কিন্তু বলছি যে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি বি ক্যাটাগরির আলাদা আলাদা শ্রেণীর আছে এবং এই আলাদা আলাদা শ্রেণীর জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে।

  • আপনি যদি এ ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিতে চান সে ক্ষেত্রে আপনাকে ফ্রি জমা দিতে হবে ৩০০০ টাকা।
  • আপনি যদি বি ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাহলে আপনাকে ফ্রি জমা দিতে হবে ৪০০০টাকা।
  • আপনি যদি সি ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করেন তাহলে আপনাকে ফি জমা দিতে হবে ৬০০০টাকা।
  • আপনি যদি ডি ক্যাটাগরির ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করেন তাহলে আপনাকে ফি জমা দিতে হবে ৮০০০টাকা।
  • আপনি যদি ই ক্যাটাগরির ইন্টারন্যাশনাল ড্রাইভিং পার্মিটের জন্য আবেদন করেন তাহলে আপনাকে ফি জমা দিতে হবে ১০০০০টাকা।

আমি উপরে যে ফি গুলির কথা বললাম সেগুলি কিন্তু নরমাল ডেলিভারির জন্য আপনি যদি ২০ কর্ম দিবসের মধ্যে ডেলিভারি চান তাহলে আপনার ওই ফি জমা দিলে হবে কিন্তু যদি আপনি আর্জেন্ট মানে একটু দ্রুত চান অর্থাৎ ১০ কর্ম দিবসের ভিতরে চান তাহলে আপনাকে উত্ত যেই মূল ফি আছে সেই মূল ফির সাথে অতিরিক্ত ৩০০০টাকা জমা দিতে হবে। এবং আপনি যদি আরো দূরত্ব পেতে চান মানে এক্সপ্রেস অর্থাৎ ৫ কর্মদিবেশন ভিতরে চান তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত ৬০০০টাকা জমা দিতে হবে।

ওপরে যে ফি গুলোর কথা বললাম আমি সেই ফির সাথে অতিরিক্ত আরো ৬০০০টাকা জমা দিলে আপনি কিন্তু ৫ কর্মদিবেশন ভিতরে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট। আপনি আপনার হাতে পেয়ে যাবেন আশা করি দর্শক উপরের প্রসেসগুলো।

আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েন এবং ফলো করেন তাহলে খুব সহজে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট পেয়ে যাবেন এবং আপনার যে পরবর্তী বিশ্বভ্রমণ সেই বিশ্বভ্রমণে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট আপনাকে সহযোগিতা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *