বাংলাদেশে নেটের জন্য কোন সিম ভালো – বেশি গতি এবং কম টাকায় ভালো অফার দেয় কোন সিম

Share This Post
বাংলাদেশে নেটের জন্য কোন সিম ভালো

বাংলাদেশে নেটের জন্য কোন সিম ভালো? আমাদের সকলেরই বর্তমান একটি এন্ড্রয়েড ফোন রয়েছে। আমাদের সবার বাড়িতে যদিও ওয়াইফাই আছে তারপরও আমাদের সবারই কিন্তু বাহিরে বের হলে ইন্টারনেট কিনতে হয়। বর্তমানে প্রতিটি বিকম কোম্পানি তাদের ইন্টারনেটের মূল্য বৃদ্ধি করছে। চালানোর জন্য কয়েকটি মোবাইল সিম কিনে থাকেন। প্রতিটি গ্রাহক অফার অনুযায়ী একেক সিমে ইন্টারনেট কিনে থাকেন। 

বাংলাদেশে নেটের জন্য কোন সিম ভালো

 প্রতিনিয়ত সিম পরিবর্তন করা একটি সমস্যা হয়ে যায়। তার কারণে সবাই চায় বাংলাদেশের সবচেয়ে ভালো অফার দেয় যে সিম কোম্পানি সেই সিমটি ব্যবহার করার জন্য। আপনাদের জানাবো কোন সিমের ইন্টারনেট অফার সবচেয়ে ভালো এবং কোন সিম দিয়ে আপনি নেট ভাল পাবেন মুভি দেখা গেম খেলা এবং অন্যান্য কাজ করার জন্য। 

বাংলাদেশে পাঁচটি কোম্পানির সিম পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক, রবি এবং এয়ারটেল। আমরা দুটি ধাপে বাছাই করেছি বর্তমান বাংলাদেশে নেট চালানোর জন্য কোন সিম ভালো। এই দুইটি পদ্ধতি হলো তাদের ইন্টারনেট গতি এবং ইন্টারনেট অফার অনুযায়ী। 

ছোট অফারের দিক থেকে কোন সিম এগিয়ে ইন্টারনেটের জন্য

নিচে বাংলাদেশে যে ৫টি কোম্পানির সিম পাওয়া যায় তাদের ওয়েসবাইটের থেকে বর্তমানে সবচেয়ে ছোট অফারটি খুজে দেখে আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে দেখে নিন।

গ্রামীণফোন 

ইন্টারনেট অফার দেখি যদি তাহলে দেখা যায় গ্রামীণফোনের সবচেয়ে ছোট যে অফারটি রয়েছে তা হল ৩ দিন মেয়াদ ২.৫ অর্থাৎ আড়াই জিবি ইন্টারনেটের মূল্য ৯২ টাকা। তাদের ফ্লেক্সিপ্লান অনুযায়ী এই অফারটি পাওয়া গিয়েছে এর থেকে আর ছোট অফার বর্তমানে নেই। 

বাংলালিংক

এরপরে বাংলালিংকের সবচেয়ে ছোট যে অফারটি রয়েছে তা হল তিন দিন মেয়াদী ৩ জিবি ইন্টারনেটের মূল্য ৯০ টাকা। আপনি যদি বাংলালিংকের সবচেয়ে ছোট অফারটি কিনতে চান তাহলে এটি হলো সবচেয়ে ছোট অফার। 

রবি

 আমরা যদি রবি সিমের সবচেয়ে ছোট অফারটি দেখি তাহলে দেখতে পাই তিন দিন মেয়াদের তিন জিবি পাওয়া যাবে ৯৮ টাকায়। রবি কোম্পানির সবচেয়ে ছোট এই অফারটি রয়েছে। তাই আপনার যদি ৯৮ টাকা থাকে তাহলেই শুধুমাত্র আপনি এই অফার কিনতে পারবেন। কম দামে আর কোন অফার পাবেন না রবি সিমে।

এয়ারটেল

যদি এয়ারটেল সিমের সবচেয়ে ছোট অফার কিনতে চান তাহলে ১০ জিবি ১৫৮ টাকা ৭ দিন এই অফারটি  কিনতে হবে। 

আরো পড়ুন: সবচেয়ে ভালো রাউটার কোনটি ২০২৫ | কোন কোম্পানির রাউটার ভালো

টেলিটক

টেলিটক সিমের সবচেয়ে ছোট অফার যদি দেখি তাহলে এখানে ১০০ এমবি ৭ দিন মেয়াদের ১৩ টাকা তেত্রিশ পয়সায় পাওয়া যাবে। এত ছোট অফার অন্য আর কোন কোম্পানি দেয় না বর্তমান। ২৫০mb ১৮ টাকা ৪১ পয়সায় পাওয়া যাচ্ছে। ৫০০ এমবি পাওয়া যাবে ২৬ টাকা ৮ পয়সা ৭ দিন মেয়াদে। এবং ৩ জিবি পাওয়া যাবে ৬৮.৮৫ টাকায় টেলিটক থেকে অফারটি পাওয়া যাবে। 

তাহলে সবচেয়ে ভালো অফার দেয় কোন কোম্পানির সিম

তাহলে আমরা যদি সকল কোম্পানির ছোট অফার গুলোর দিকে তাকাই তাহলে সে দিক দিয়ে টেলিটক সিম সবচেয়ে ভালো অফার দিয়ে থাকে।

প্রথম – টেলিকট

দ্বিতীয় – বাংলালিংক

তৃতীয় – রবি

চতুর্থ- গ্রামীন

পঞ্চম – এয়ারটেল।

নেট স্পিড টেস্ট

এখানে বলে রাখা ভালো যে আমরা নেট স্পিড টেস্ট করে সবচেয়ে কম স্পিড পেয়েছি সবসময় টেলিটক সিমে। তাই টেলিটক সিমের স্পিড দেখালাম না। অন্যান্য সিম গুলোর নেট স্পিড দেখালাম। নেটের জন্য কোন সিম ভালো এর মাধ্যম জানতে পারবেন।

প্রথম টেস্ট চট্টগ্রাম জি ই সি মোড়

নেটের জন্য কোন সিম ভালো? তাহলে আমরা দেখতে পেলাম এখানে সবচেয়ে বেশি পারফরমেন্স পেয়েছে গ্রামীনফোন সিমে। অর্থাৎ

প্রথম – গ্রামীনফোন সিম।

দ্বিতীয় – বাংলালিংক সিম।

তৃতীয় – রবি সিম।

চতুর্থ – এয়ারটেল সিম।

আগ্রাবাদ মোড়ে টেস্ট ফলাফল

নেটের জন্য কোন সিম ভালো? এখানে দেখা যায়

প্রথম – গ্রামীনফোন

দ্বিতীয় – এয়ারটেল

তৃতীয় – রবি

চতুর্থ – বাংলালিক

পতেঙ্গা স্পিড টেস্ট ফলাফল

এখানে দেখা যায়

প্রথম – গ্রামীনফোন

দ্বিতীয় – রবি

তৃতীয় – এয়ারটেল

চতুর্থ – বাংলালিক

তাহলে কোন সিম নেটের জন্য ভালো?

আমার মতে গ্রামীণফোন সিম নেটের দিকে সবচেয়ে ভালো হবে।

বি:দ্র: তবে এখানে বলে রাখা ভালো যে জায়গা ভেদে সিমের স্পিড ভিন্ন হতে পারে। তাই আপনি যে এলাকায় থাকেন সেখানে কোন সিম ভালো নেট স্পিড পায় তা দেখে একটি সিম কিনবেন।

সিমের নেটের সুবিধা

আজকাল মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের জন্য সিমের ডেটা (সিমের নেট) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক মাধ্যম। এই প্রযুক্তির কারণে যে কোন সময়, যে কোন স্থানে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয়েছে। নিচে সিমের নেটের কয়েকটি প্রধান সুবিধা দেওয়া হলো:

  • গতি ও দ্রুততা
  • স্থান নির্বিশেষে সংযোগ
  • অনলাইন কাজের সুবিধা
  • সোশ্যাল মিডিয়া এবং যোগাযোগ
  • ব্যবসা ও অর্থ উপার্জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *