সহজে গ্রাফিক্স ডিজাইন করার সেরা ০৫টি ওয়েবসাইট

Share This Post
সহজে গ্রাফিক্স ডিজাইন করার সেরা ০৫টি ওয়েবসাইট

সহজে গ্রাফিক্স ডিজাইন করার সেরা ০৫টি ওয়েবসাইট

গ্রাফিক্স ডিজাইন এমন একটি বিষয় যা বর্তমানে প্রতিটি ব্যবসায়ী, কন্টেন্ট ক্রিয়েটর এবং ছাত্র-ছাত্রীদের প্রয়োজন। তাই সহজে গ্রাফিক্স ডিজাইন কিভাবে করবো তাই সবাই ভাবে। তার সমাধান করার জন্য আজকে আলোচনা করবো সহজে গ্রাফিক্স ডিজাইন করার সেরা ০৫টি ওয়েবসাইট নিয়ে।

গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স ডিজাইন হল একটি শিল্প এবং পেশা যা ভিজ্যুয়াল কমিউনিকেশনের মাধ্যমে তথ্য প্রেরণ ও বার্তা প্রদানের উপর ফোকাস করে।

গ্রাফিক্স ডিজাইনের মূল উপাদানসমূহ

  1. লাইন : বিভিন্ন আকৃতি এবং বর্ডার তৈরি করার জন্য লাইল ব্যবহার করা হয়ে থাকে। 
  2. রং : রঙের মাধ্যমে একটি ডিজাইনে আবেক এবং মেজাজ ফুটিয়ে তোলা হয়। রঙের সঠিক ব্যবহার এবং সমন্বয় এর মাধ্যমে ডিজাইনকে আরো বেশি আকর্ষনী করে তোলে। 
  3. আকৃতি : বিভিন্ন সেফ বা আকার এবং প্যাটার্ন ব্যবহার করে গ্রাফিক তৈরি করা হয়। 
  4. টাইপোগ্রাফি : লেখার ফন্ট, আকার এবং বিন্যাস গ্রাফিক্স ডিজাইনের মূল অংশ। এটি পাঠ্যকে আকর্ষনীয় এবং পড়তে সহজ করে তোলে। 
  5. ইমেজ : ফটোগ্রাফ বা ইলাস্ট্রেশন একটি ডিজাইনকে আরো আকর্ষনীয় করে তোলে। 

গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার:

  • ব্রান্ডিং: ব্রান্ডিং করার জন্য লোগো, বিজনেস কার্ড, ব্যানার এ ব্যবহার হয়ে থাকে। 
  • মার্কেটিং: সকল ব্যবসা বা সেবা মুলক কাজের জন্য বিজ্ঞাপন, পোস্টার, সোসাল মিডিয়া পোস্ট এর গ্রাফিক্স ডিজাইন ব্যবহার হয়ে থাকে। 
  • ওয়েবসাইট বা অ্যাপ ডিজাইন: ওয়েবসাইট বা অ্যাপের ভিতরে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং ইউজার অভিজ্ঞতা আরো উন্নত করার জন্য গ্রাফিক্স এর ব্যবহার হয়ে থাকে। 
  • প্রকাশনা: ম্যাগাজিন, পত্রিকা এবং বইয়ের কভার আর্ষনীয় করার জন্য গ্রাফিক্স ডিজাইন করা হয়ে থাকে। 

ফ্রি ড্রাগ এন্ড ড্রপ গ্রাফিক্স ডিজাইন টুল/সহজে গ্রাফিক্স ডিজাইন করার সেরা ০৫টি ওয়েবসাইট

এই ওয়েবসাইট গুলোর প্রয়োজন হবে যে সকল ব্যবসায়ী, কন্টেন্ট ক্রিয়েটর বা গ্রাফিক্স ডিজাইনাররা এখনও প্রফেশনাল কোয়ালিটির ডিজাইন বা কোন ডিজাইনই করতে পারে না এটি মুলত তাদের জন্য। তাদের জন্য এই গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট গুলো আশির্বাদ সরূপ। এখান থেকে অতি সহজে প্রফেশনাল কোয়ালিটির ডিজাইন করতে পারবেন সবাই। তাই এগুলো ব্যবহার করে আপনি আপনার ডিজাইনকে আরো বেশি আকর্ষনীয় করে তুলতে পারবেন।

তাছাড়াও এই গ্রাফিক্স ডিজাইন টুল গুলো ব্যবহার করলে আপনার ডিজাইন করতে কোন চিন্তা করা লাগবে না। সহজেই ড্রাগ এন্ড ড্রপ অর্থাৎ ট্যাম্পেলেটের অবজেক্ট গুলোর জায়গায় আপনার নিজস্ব ইমেজ দিয়ে তৈরি করতে পারছেন হাই কোয়ালিটির গ্রাফিক্স।

অনলাইন গ্রাফিক্স ডিজাইনদ টুল/ওয়েবসাইট গুলোর সুবিধা সমূহ:

  • ফ্রিতে হাই-কোয়ালিটির ট্যাম্পেলেট পেয়ে যাবেন।
  • রং বিন্যাস সম্পর্কে গভীর জ্ঞান না থাকা সত্ত্বেও সুন্দর ডিজাইন করতে পারবেন।
  • টাইপোগ্রাফি না জানলেও তার কোন সমস্যা হচ্ছে না। কারণ এই সাইটে অনেক আকর্ষনীয় টাইপোগ্রাফি পেয়ে যাবেন।
  • এক জায়গায় সকল ধরনের লাইন, সেপ, চার্ট পেয়ে যাবেন। যা ডিজাইন করার সময় অন্য কোথাও গিয়ে খোজার প্রয়োজন নেই। 
  • বাড়তি কোন সফটওয়্যার বা অ্যাপ লাগছে না। 
  • আর যদি আপনি এই ওয়েবসাইট গুলোর সাবস্ক্রিপশন কিনতে পারেন তাহলে পেয়ে যাবেন প্রফেশনাল সব ডিজাইন। 

যখন আপনি এই রেডি টেম্পেলেট দিয়ে ভালো কোয়ালিটির ডিজাইন করা শিখে যাবেন তখন এডোবি ফটোশপ দিয়েও ইউনিক ডিজাইন করতে পারবেন। তাছাড়া আপনি অন্য কারো ডিজাইন করে দিয়ে সেখান থেকেও টাকা আয় করতে পারবেন। 

অনলাইনের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন করার সেরা ০৫টি টুলের নাম হলো: 

  1. create.vista.com
  2. snappa.com
  3. canva.com
  4. picsart.com
  5. new.express.adobe.com

নিম্নে বিস্তারিত দেওয়া হল-

১. ভিস্তা ক্রিয়েট (VistaCreate): একটি ফ্রি গ্রাফিক ডিজাইন টুল

ভিস্তা ক্রিয়েট (VistaCreate) একটি অনলাইন গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম। এখান থেকে সব ইউজারগণ বিনামুল্যে আকর্ষনীয় ডিজাইন করার টেমপ্লেট পেয়ে যাবেন। ছোট ব্যবসায়ী, কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সাররা তাদের প্রচারের জন্য অনেক সহজেই এখান থেকে ডিজাইন করতে পারবেন। 

প্রধান বৈশিষ্ট্য: 

  • বিনামূল্যে টেমপ্লেট: এই সাইটে প্রায় ১০০,০০০ এর বেশি টেমপ্লেট রয়েছে। সকল ধরনের ডিজাইন টেমপ্লেট পাওয়া যাবে এই ওয়েবসাইটে। 
  • সহজ কাস্টমাইজেশন: এই সাইটের বড় বৈশিষ্ট্য হলো প্রতিটি ডিজাইনের টেক্সট, রঙ, ইমেজ এবং অন্যান্য উপাদানসমূহ সহজেই কাস্টমাইজেশন করা যায়। 
  • বহুমুখী ডিজাইন অপশন: এখান থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার, ফ্লায়ার, বিজনেস কার্ড এবং আরও অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। ভিন্ন ভিন্ন ডিজাইনের জন্য পারফেক্ট সাইজ দেওয়া আছে। তাই আপনার সাইজ নিয়ে কোন চিন্তার প্রয়োজন হবে না। 
  • ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস: ভিস্তা ক্রিয়েট এর ইন্টারফেস অনেক সহজ। যে ব্যক্তি কখনও ডিজাইন করেনি তিনি ও সহজেই ডিজাইন করতে পারবেন। 

ব্যবহার পদ্ধতি:

ভিস্তা ক্রিয়েট (VistaCreate) ব্যবহার করে ডিজাইন করতে হলে প্রথমে একাউন্ট করতে হবে। একাউন্ট তৈরি করা খুবই সহজ। প্রথমে সাইন আপ অপশনে গিয়ে জিমেইল দিয়েই একাউন্ট করা যাবে। অথবা নাম ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েও একটি একাউন্ট করা যাবে। 

একাউন্ট করা হয়ে গেলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন সিলেক্ট করবেন। তারপর আপনার নিজের ইমেজ ব্যবহার করতে পারবেন ড্রাগ এন্ড ড্রপ করে। লেখা এবং কালার ও পরিবর্তন করতে পারবেন পছন্দ অনুযায়ী। সব করা হয়ে গেলে ইক্সপোর্ট অপশনে গিয়ে বা শেয়ার অপশনে গিয়ে সেভ করতে পারবেন। ডাউনলোড করতে ও পারবেন। 

২. Snappa.com: অনলাইন গ্রাফিক ডিজাইনের সহজ সমাধান

Snappa.com হলো একটি অনলাইন গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম। এই ওয়েবসাইট নতুন ব্যবসায়ী, ইউটিউবার, সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ছাত্র ছাত্রীদের জন্য গ্রাফিক ডিজাইন প্রদান করে থাকে। যেগুলো ব্যবহার করে অল্প সময়েই আপনি একটি ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারবেন। 

প্রধান বৈশিষ্ট্য সমূহ: 

  • হাজার হাজার ফ্রি ডিজাইন টেমপ্লেট রয়েছে। 
  • সোশ্যাল মিডিয়া, ব্লগ, ইমেইল মার্কেটিং সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য অপটিমাইজড
  • ডিজাইন গুলো সহজেই কাস্টমাইজেশন করা যায়। 
  • মিলিয়ন মিলিয়ন স্টক ফটো
  • তাছাড়াও রয়েছে আইকন, ইলাস্ট্রেশন এবং গ্রাফিক এলিমেন্ট এর বিশাল সমাহার
  • ড্রাগ এন্ড ড্রপ ইন্টারফেস থাকায় যে কেউই সহজে ডিজাইন করতে পারবে। 

সুবিধা সমুহ:

  • ব্র্যান্ড কিট সংরক্ষণ করা যায়। 
  • আপনি আপনার টিম কোলাবোরেশন করতে পারবেন। 
  • প্রজেক্ট ফোল্ডার ব্যবস্থাপনা করার সুযোগ রয়েছে। 
  • অল্প সময়েই ডিজাইন তৈরি করা যায়। 
  • সোশ্যাল মিডিয়া এন্টিগ্রেশন রয়েছে। 

তাই আপনি যদি একজন নতুন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন বা ডিজাইনার হতে চাচ্ছেন তাহলে এই ওয়েসাইট হতে পারে আপনার জন্য বড় মাধ্যম। 

একাউন্ট তৈরি করার নিয়ম উপরের ওয়েবসাইটের মতোই।

আরো পড়ুন: অনলাইন থেকে টাকা ইনকাম করার উপায় সমূহের তালিকা ২০২৫

৩. অনলাইনে গ্রাফিক্স ডিজাইন করার জন্য cavna হলো একটি জনপ্রিয় ওয়েবসাইট।

প্রায় সকলই গ্রাফিক্স ডিজাইনাররা তাদের ক্যারিয়ার এর শুরুতে একবার না একবার ক্যানভা এর ডিজাইন ব্যবহার করেছে। ক্যানভা ডট কম এ গ্রাফিক্স ডিজাইন করার সব উপাদান পাওয়া যায়। তাই আপনি যদি আপনার কাজের জন্য গ্রাফিক্স ডিজাইন করতে চান তাহলে ব্যবহার করে দেখতে পারেন। 

প্রধান বৈশিষ্ট্যসমূহ: 

  • অনলাইন গ্রাফিক ডিজাইন ওয়েবসাইট এর মধ্যে ক্যানভা সবচেয়ে পপুলার এবং বড় একটি ওয়েবসাইট। 
  • ক্যানভা টেমপ্লেট লাইব্রেরিতে সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেনটেশন ডিজাইন, ভিডিও, মার্কেটিং ম্যাটেরিয়াল এর সংগ্রহ হয়েছে প্রচুর। 
  • তাদের রয়েছে 10 লক্ষেরও বেশি স্টক ফটো
  • তাছাড়া স্টাইলিশ ফন্ট, ইলাস্ট্রেশন, আইকন এর সমাহার রয়েছে। 
  • ক্যানভা ফ্রি এবং পেইড দুই ধরনের সাবস্ক্রিপশন রয়েছে। 

ব্যবহার ক্ষেত্রসমূহ: 

  • বিজ্ঞাপনের জন্য 
  • সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য
  • প্রেজেন্টেশন
  • ব্রান্ডিং এর জন্য

আমাদের ফেইসবুক পেইজ: Tooaan

৪. Picsart.com: একটি অল-ইন-ওয়ান ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম

picsart.com হল একটি জনপ্রিয় শক্তিশালী ক্রিয়েটিভ প্লাটফর্ম। পিকচার্ট এমন একটি ওয়েবসাইট যা ব্যবহার করে একজন ইউজার ফটো এডিটিং, কোলাজ মেকিং, ডিজিটাল আর্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্টার, ব্যানার তৈরি করার জন্য একটি অল ইন ওয়ান ক্রিয়েটিভ প্লাটফর্ম। এখান থেকে যারা বিগেনার অর্থাৎ নতুন এবং প্রফেশনালরা ও তার প্রয়োজনীয় কাজের সকল উপাদান পেয়ে যাবেন।

প্রধান বৈশিষ্ট্য: 

  • পিকচার্ট এর সবচেয়ে জনপ্রিয় ফিচার হলো ছবি এডিটিং। 
  • পিকচার্ট এর ভিডিও এডিটিং টুলটি ব্যবহার করে অতি সহজেই ভিডিও ক্রপ করা যায়, এডজাস্ট করা যায়, রং বিন্যাস বা সমন্বয় করা যায়। 
  • কোলাজ মেকিং এর জন্য তারা বিখ্যাত। 
  • তাদের এআই টুল আছে যা ব্যবহার করে আপনি আপনার ডিজাইন আরো বেশি ক্রিয়েটিভ করতে পারবেন এবং ইউনিক ফটো তৈরি করতে পারবেন। 
  • তাদের ওয়েবসাইটে রয়েছে ফ্রি এবং পেইড গ্রাফিক্স ডিজাইন টেমপ্লেট পাওয়া যায়। 

Picsart এর সুবিধা:

  • ছবি এডিটিং এবং কালার গ্রেডিং করার যায়।
  • এটি একটি বহুমুখী প্লাটফর্ম।
  • পিকচার্ট এর ফ্রি এবং পেইড দুইটি ভার্সন আছে। এডভান্স সব ফিচার অপশন ব্যবহার করতে পেইড ভার্সন নিতে পারেন।
  • পিকচার্ট এর আরটি বড় সুবিধা হলো তাদের মোবাইল এবং ডেস্কটপ ভার্সন আছে। 

সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরির জন্য Picsart একটি আদর্শ সৃজনশীল টুল, যা একসাথে ছবি, ভিডিও এবং গ্রাফিক্স ডিজাইনের সুযোগ দেয়।

আরো পড়ুন: ১০০% নো কপিরাইট ৮৩টি ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালিকা

৫. New Express Adobe: ডিজিটাল ক্রিয়েটিভিটিতে নতুন দিগন্ত

Adobe হলো এডিটিং এবং ডিজাইনের মধ্যে সেরা একটি প্লাটফর্ম। ‍New Express Adobe তাদের একটি নতুন উদ্ভাবনা। যা ব্যবহার করে ছবি এডিটিং, গ্রাফিক্স ডিজাইন এর সবকিছুই করা যাবে অতি সহজে।  

New Express Adobe-এর বৈশিষ্ট্য:

  • সহজ ইন্টারফেস: এডোবির ইন্টারফেস গুলো হয়ে থাকে সহজ। যা নতুন ইউজার ব্যবহার করার উপযোগী। 
  • টেম্পলেটের বিশাল সংগ্রহ: তারা বিভিন্ন ধরনের টেমপ্লেট সরবরাহ করে থাকে। ব্যবহারকারীরা সহজেই তাদের প্রকল্পের জন্য উপযুক্ত টেম্পলেট নির্বাচন করতে পারবেন।  
  • একাধিক মিডিয়া ফরম্যাট: এডোবির ওয়েবসাইটে এমন কোন সোশ্যাল মিডিয়া বা প্লাটফর্মের টেমপ্লেট নেই যে পাওয়া যাবে না। প্রতিটি সাইটের জন্য নির্দিষ্ট সাইজের ফরমেট রয়েছে। 
  • ক্লাউড সুবিধা: ক্লাউড প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কাজ যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন। এটি শেয়ারিং এর কাজ গুলো সহজ করে তোলে। 
  • ইনস্ট্যান্ট শেয়ারিং: আপনার তৈরি করা ডিজাইন এক ক্লিকে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। তার সময় বাচায় এবং মার্কেটিং প্রক্রিয়া আরো সহজ করে তোলে। 

Adobe-এর New Express প্ল্যাটফর্মটি ডিজিটাল সৃজনশীলতার জন্য একটি শক্তিশালী হাতিয়ার। এটি ব্যবহারকারীদের জন্য একটি সহজ, কার্যকর এবং সৃজনশীল সমাধান প্রদান করে, যা তাদের কাজের গুণমান বাড়াতে সহায়ক। ডিজিটাল যুগে সৃজনশীল কাজের জন্য New Express Adobe একটি অপরিহার্য প্ল্যাটফর্ম হিসাবে আবির্ভূত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *