১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৫

Share This Post

১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৫

১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন

আজকের এই পোস্টে আপনি জানতে পারবেন ১২ হাজার টাকার মধ্যে দুহাজার পঁচিশ সালে কোন কোন গুলো লঞ্চ করা হয়েছে এবং আপনি মার্কেটে পাবেন। যদি আপনার বাজেট ১২০০০ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। এখানে ১২ হাজার টাকার মধ্যে ভালো ফোনের লিস্ট দেওয়া রয়েছে এখান থেকে আপনার পছন্দের ফোনটি বেছে নিন।

Itel City 100

১২০০০ টাকা বাজেটের মধ্যে ২০২৫ সালের এখন পর্যন্ত সর্বশেষে আইটেল নিয়ে আসছে Itel City 100 ফোনটি। এই ফোনটিতে রয়েছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। কম টাকার মধ্যে itel আপনাকে ভালো একটা সার্ভিস দিবে। ফোনটিতে মেইন ক্যামেরা রয়েছে ১৩ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরায় আছে ৮ মেগাপিক্সেল।

ফোনটির ডিসপ্লে ৬.৭৫ ইঞ্চি তবে ফোনটির ডিসপ্লে থাকবে IPS LCD এর 90Hz, 260 ppi তাছাড়া ফোনটিতে ব্যাটারি রয়েছে 5200mAh এর সাথে 18W এর চাজিং। কিন্তু আপনি এই ফোনটিতে ফাইভ-জি নেটওয়ার্ক পাবেন না।

ফোনটিতে থাকছে:

  • Chipset: Unisoc T7250
  • 4GB+128GB
  • IPS LCD Display
  • 90Hz Refresh Rate
  • Main Camera 13 MP
  • Selfie Camera 8 MP
  • 4G Network
  • Battery 5200mAh
  • 18W Charging
  • Resolution 720×1600 px (HD+)

Xiaomi Poco C71

আপনি যদি ১২ হাজার টাকার মতো একটু ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের ফোন কিনতে চান তাহলে আপনার জন্য এই Xiaomi Poco C71 ফোনটি সেরা হবে। Poco ফোনগুলো সাধারণত গেমের দিক দিয়ে এগিয়ে রয়েছে। যেহেতু এই ফোনগুলো গেম খেলার জন্য বানানো হয়েছে সে তো ফোনগুলোর টেকসই অনেক বেশি। সেহেতু আপনি যদি সাধারণভাবে ব্যবহার করতে চান তাহলে এই ফোনটি অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন।

এই ফোনটি আপনি ৪ জিবি র‍্যাম ও ৬৪ স্টোরেজে পাবেন। ফোনটিতে মেইন ক্যামেরা থাকতে ৩২ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা থাকছে ৮ মেগাপিক্সেল। যা দিয়ে আপনি ভালো ছবি এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন। মোবাইলটি ডিসপ্লে রয়েছে ৬. ৮৮ ইঞ্চি।

এই ফোনটি আপনি বর্তমান সময়ে এন্ড্রয়েড ১৫ ভার্সনে চালাতে পারবেন। তবে ফোনটিতে ফাইভ-জি নেটওয়ার্ক থাকছে না শুধুমাত্র ফোরজি নেটওয়ার্কে আপনি ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ। তবে বাজেট অনুযায়ী ফোনটি কিন্তু দারুণ করেছে।

ফোনটিতে থাকছে:

  • Chipset: Unisoc T7250
  • 4GB+64GB
  • IPS LCD Display
  • 120Hz Refresh Rate
  • Main Camera 32+0.08 MP
  • Selfie Camera 8 MP
  • 4G Network
  • Battery 5200mAh
  • 15W Charging
  • Resolution 720×1640 px (HD+)

Vivo Y04

আপনার 12000 টাকার মধ্যে বাজেটে যদি খুঁজে থাকেন vivo এর একটি ভাল স্মার্টফোন তাহলে Vivo Y04 এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটা ডিসপ্লে রয়েছে ৬.৭৪ ইঞ্চি IPS LCD DISPLAY ও 90Hz রিফ্রেশ রেট। ফোনটিতে ডুয়েল মেইন ক্যামেরা রয়েছে 13+0.08 মেগাপিক্সেল ও সেলফি 5 মেগাপিক্সেল।

এই ফোনটির ডিজাইন ওভার অয়েল অনেকটাই ভালো। এই ফোনটি দিয়ে আপনি ভালো গেমিং ও করতে পারবেন সাথে আপনি নরমাল ভাবেও ব্যবহার করতে পারবেন। ফোনটিতে ব্যাটারি রয়েছে 5500mAh এর।

ফোনটিতে থাকছে:

  • Chipset: Unisoc T7225
  • 4GB+64GB
  • IPS LCD Display
  • 90Hz Refresh Rate
  • Main Camera 13+0.08 MP
  • Selfie Camera 5 MP
  • 4G Network
  • Battery 5500mAh
  • 15W Charging
  • Resolution 720×1600 px (HD+)

Motorola Moto G05

আপনার কাজ করতে হবে আপনি যদি ১২০০০ টাকা বাজেটের মধ্যে ভালো ডিজাইনের একটি স্মার্ট ফোন কিনতে চান তাহলে আপনার জন্য নিয়ে আসছে Motorola Moto G05 এই ফোনটি। ফোনটি আপনি এন্ড্রয়েড ১৫ থেকে শুরু করে চালাতে পারবেন।

এই ফোনটির মেইন ক্যামেরায় থাকতে ৫০ মেগাপিক্সেল যেটা আপনার ছবি অথবা ভিডিও করতে অনেকটা সাহায্য করবে এই বাজেটের মধ্য। তাছাড়া এই ফোনটি সেলফি ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেল। সব মিলিয়ে এই ফোনটির ক্যামেরার দিক দিয়ে কিন্তু অনেক এগিয়ে রয়েছে অন্যান্য ব্রান্ডের ফোন থেকে।

ফোনটিতে থাকছে:

  • Chipset: Mediatek Helio G81 Extreme
  • 4GB+64GB
  • IPS LCD Display
  • 90Hz Refresh Rate
  • Main Camera 50 MP
  • Selfie Camera 8 MP
  • 4G Network
  • Battery 5200mAh
  • 18W Charging
  • Resolution 720×1604 px (HD+)

Vivo Y37c

ভিভো কোম্পানির এই নতুন ফোনটি এখনো বাজারে আসেনি কিন্তু খুব তাড়াতাড়ি ফোনটি বাজারে আসতে চলেছে। এই ফোনটি বাজারে মূল্য হবে ১২০০০ টাকা তাছাড়া এই ফোনটিতে রয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। যেগুলোর পারফরম্যান্স আপনি অন্যান্য ফোনগুলো থেকে এই ফোনটিতে বেশি পাবেন।  এর কারণ হলো এই ফোনটি আপডেট এবং সম্পূর্ণ নতুন ফোন।

আপনি এই ফোনটিতে ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাবেন এবং সেলফিতে পাচ্ছেন ৫ মেগাপিক্সেল। তবে এ ফোনটির অন্যান্য কিছু ভালো হলেও ক্যামেরার দিক দিয়ে তেমন একটি ভালো নয়। তবুও আপনি যদি এই বাজেটের মধ্যেও ফোনগুলো যাচাই করেন তাহলে হয়তো এই ফোনটি ভালো হবে।

ফোনটিতে থাকছে:

  • Chipset: Unisoc T7225
  • 6GB+128GB
  • IPS LCD Display
  • 60Hz Refresh Rate
  • Main Camera 13+0.08 MP
  • Selfie Camera 5 MP
  • 4G Network
  • Battery 5500mAh
  • 15W Charging
  • Resolution 720×1600 px (HD+)

Lava Shark

খুব তাড়াতাড়ি লাভা কোম্পানি তাদের নতুন স্মার্ট ফোন ১২ হাজার টাকার মধ্যে Lava Shark লঞ্চ করতে যাচ্ছে। তাই আপনার বাজেট যদি ১২ হাজার টাকার মধ্যে হয়ে থাকে এবং সেই সময় যদি এই কোম্পানি ফোনটি মার্কেটে আসে তাহলে আপনি এই ফোনটি দেখতে পারেন।

এই ফোনটিতে আপনি মেইন ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবেন। তাই আপনি যদি ১২ হাজার টাকার মধ্যে ভাল ক্যামেরা ফোন কিনতে চান তাহলে আপনি এই মডেলের ফোনটি দেখতে পারেন। এই ফোনটিতে আরো থাকছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ।

এই ফোনটির পারফরম্যান্স এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে এই বাজেটের মধ্য। তাই আপনি যদি এই কোম্পানির ফোন পছন্দ করে থাকেন তাহলে আপনি এটি কিনবেন। তবে অবশ্যই এই সম্পর্কে আরেকটু ভালো করে যাচাই করে নিবেন।

বন্ধুরা উপরে দেওয়া হয়েছে ১২০০০ টাকার মধ্যে ২০২৫ সালের লঞ্চ হওয়া সেরা স্মার্টফোনগুলো। এখন আপনার বাজেট যদি হয় ১২ হাজার টাকা তাহলে আপনার জন্য এই ফোনগুলোই সেরা কারণ উপরে দেওয়া লিস্টে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো আপি বারো হাজার টাকার কমিও পেতে পারেন। তবে এই ফোনগুলো ১২০০০ টাকার এক টাকাও বেশি হবে না। এই কারণে আপনার বাজেটের মধ্যেই কিন্তু রয়েছে এই ধরনের সকল স্মার্টফোন।

আপনি এই স্মার্টফোনগুলো ১২০০০ টাকার মধ্যে ভালো পারফরম্যান্স এবং ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনি যদি গেমস লাভার হয়ে থাকেন তাহলে আপনার বাজেট অনুযায়ী ও এইখান থেকে ফোন গুলো পছন্দ করে নিতে পারেন কোনটি আপনার জন্য ভালো হবে। কারণ এখানে রয়েছে অনেকগুলো ফোন এবং সবগুলো ফোন কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট হবে না। তাই আপনার চাহিদা অনুযায়ী আপনি ফোনগুলো পছন্দ করে তারপরে আপনি ক্রয় করতে পারেন।

বর্তমান সময়ে এসে এই ১২ হাজার টাকা বাজেটের মধ্যেও হাই কোয়ালিটি ভালো পারফরমেন্সের ফোন পাওয়া যায় না। আবার দেখা যায় অনেক ব্রান্ডে কিন্তু এই বাজেটের মধ্যেও ফোন গুলো খুবই কম তৈরি করে থাকেন। তবে কিছু কিছু ব্রান্ড তাদের মার্কেট ধরে রাখার জন্য এই বাজেটের মধ্যে ফোনগুলো তৈরি করে থাকেন। তবে তারা সব সময় চেষ্টা করে ভালো ক্যামেরা, ভালো পারফরম্যান্স, ভালো ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য।

আশা করি আমাদের এই পোস্টটি আপনার অনেক উপকারে আসবে। এছাড়া আমাদের ওয়েবসাইটে আমরা আরও বিভিন্ন বাজেট অনুযায়ী কোনগুলো যাচাই করে লিস্ট করে রেখেছি চাইলে আপনি সেগুলো দেখতে পারেন। অথবা আপনার যদি কোন একটি বাজেট ধরা থাকে এবং সে বাজেটের মধ্য যদি আমাদের ওয়েবসাইটে পোস্ট না থাকে তাহলে চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনার বাজেট কত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *